মির্জাপুর হাউজ, এম আর কলেজ রোড, পঞ্চগড় সদর।
প্রত্যেক শিক্ষকের নাম, ফোন নাম্বার, নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন?
পূর্ণকালীন শিক্ষক: দুই জন
১। মাওলানা তাহের সাঈদ - নিয়োগ: নভেম্বর ২০২০ঈ
২। মাওলানা মুহাম্মাদ ইমদাদুল্লাহ - নিয়োগ: নভেম্বর ২০২০ঈ,,
মহিলা শাখা আছে কি না? : নেই
বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?
: তালীমুদ্দীন একাডেমি কুমিল্লা কর্তৃক প্রস্তুতকৃত পাঠ্য বইসমূহ।
নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না? থাকলে কী কী?
: নিয়মিত বিশেষ কোনো শিট নেই। তবে বিশেষ কোনো বিষয় বা মৌসুম কেন্দ্রিক প্রয়োজন হলে সাময়ীকভাবে দু'চার পৃষ্ঠার কোনো লেখনি প্রস্তুত করা হয় অথবা ক্ষেত্র বিশেষ মাসিক আলকাউসার থেকে বিশেষ কোনো লেখা বা প্রবন্ধ কপি করে দেওয়া হয়।
১ বর্তমানে শিক্ষার্থী সংখ্যা:
ভর্তি শিক্ষার্থী চার শত বিশ জন। তবে বর্তমানে গড়ে নিয়মিত উপস্থিত হয়:
ছোটো শিক্ষার্থী: ২০ জন।
বড় শিক্ষার্থী: ৯০ জন।
২ দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?
চার শিফটে। (বাদ ফজর, আসরের পূর্বে, বাদ মাগরিব, বাদ এশা)
৩। বর্তমানে কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা:
ছোট: ১০ জন।
বড়: ৫৫ জন।
৪। বর্তমানে শিক্ষার্থীদের উপস্থিতির হার:
ছোট: ১৮/২০ জন।
বড়: ৭০/৮০ জন।
৫। পরীক্ষার ইন্তেজাম আছে কি না? থাকলে বছরে কয়টি পরীক্ষা হয়? কী পদ্ধতিতে হয়? তার সংক্ষিপ্ত বিবরণ।
বছরে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে হয়ে থাকে। বিগত কয়েক বছর বিষয় ভিত্তিক প্রত্যেক ছাত্রের পৃথকভাবে একাকী পরীক্ষা নেওয়া হয়েছে। তবে ২০২৪ঈ, সনের বার্ষিক পরীক্ষা
শিক্ষার্থীদের আগ্রহের কারণে হযরত মুদীর সাহেব হুজুরের পরামর্শক্রমে পরীক্ষামূলকভাবে সম্মিলিতভাবে ক্লাসে সবার উপস্থিতিতে নেওয়া হয়েছে।
এতে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি অন্যান্যবারের তুলনায় বেশি লক্ষ করা গিয়েছে।
এর বাইরে বার্ষিক পরীক্ষা ছাড়াও ব্যক্তি বিশেষ মাঝে মধ্যে মুনাসিব মনে হলে তার পেছনের সকল পড়া রিভিশন ও পরীক্ষা নেওয়া হয়।
৬। দ্বীনি মাহফিল/অভিভাবক সম্মেলন/ শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ।
: মাসিক মাহফিল নিয়মিত হয় না। তবে মুরুব্বীগন আসলে বিশেষ মাহফিল/দ্বীনী মজলিস অনুষ্ঠিত হয়। অভিভাবক সম্মেলন দু'একবার হয়েছে। নিয়মিত করা হয় না। শিশু-কিশোর মাহফিল শিরোনামে নিয়মিত কোনো আয়োজন না থাকলেও প্রতি সপ্তাহে একদিন শিশু-কিশোরদের (শুধু তালীমুদ্দীনের শিক্ষার্থী) উদ্দেশ্যে বিষয়ভিত্তিক তরবিয়তী আলোচনা করা হয়। আর আলকাউসার শিশু-কিশোর-কে সামনে রেখে দুই/তিন মাস অন্তর বিশেষ কোনো বিষয়ে প্রতিযোগিতা, কুইজ ইত্যাদির আয়োজন করা হয়।
৭। ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?
ভর্তি ফি ও মাসিক প্রদেয় নির্ধারিত ৫০০ টাকা। প্রদেয় আদায়ের হার
শতকরা ২০/২৫ ভাগ।