তাজহাট মোড় কোয়ালিটি গ্যাস পাম্প সংলগ্ন, রংপুর।
যিম্মাদারের নাম : মাওলানা মুহাম্মাদ হানযালাহ,
প্রত্যেক শিক্ষকের নাম, নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন?
প্রতিষ্ঠানের ইমেইেল : ইমেইল নেই।
মহিলা শাখা আছে কি না? : মহিলা শাখা নেই।
উপশাখা আছে কি না? : উপশাখা নেই।
বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?
১. শুধু হরফ ও মাখরাজ লেখা এক পৃষ্ঠার একটি শীট- তালীমুদ্দীন একাডেমী কুমিল্লার আদলে।
২. আম্মাপারা থেকে ছোট সূরার সংকলন- তালীমুদ্দীন একাডেমী কুমিল্লার আদলে।
৩. কায়দা- তালীমুদ্দীন একাডেমী কুমিল্লা থেকে ছাপা।
৪. সহজ সরল তাজবীদ- তালীমুদ্দীন একাডেমী কুমিল্লা থেকে ছাপা।
৫. নির্বাচিত দোয়া ও যিকির (সংক্ষিপ্ত ও অনুবাদ সহ)-তালীমুদ্দীন একাডেমী কুমিল্লা থেকে ছাপা।
৬. আ্যাপারা-মাকতাবাতুল আশরাফ থেকে ছাপা।
৭. ঈমান-আকিদা ক্লাসশীট তালীমুদ্দীন একাডেমী কুমিল্লা থেকে ছাপা।
৮. জরুরী মাসায়েল ক্লাসশীট তালীমুদ্দীন একাডেমী কুমিল্লা থেকে ছাপা।
নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না?
: আমাদের প্রস্তুতকৃত নেই।
১. বর্তমানে শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)
ছোট শিক্ষার্থী- ১১ জন
বড় শিক্ষার্থী- ১৭৫ জন।
২. দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?
তিন শিফটে। (বাদ ফজর, মাগরিব ও বাদ এশা)
৩. কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)
১৩ জন। (সবাই বড় শিক্ষার্থী)
৪. শিক্ষার্থীদের উপস্থিতির হার।
দিনে ৫০/৬০ জন।
৫. পরীক্ষার ইন্তেজাম আছে কি না?
পরিক্ষার ইন্তেজাম নেই।
৬.' দ্বীনি মাহফিল/ অভিভাবক সম্মেলন/ শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ।
দ্বীনি মাহফিল। অভিভাবক সম্মেম্মলন/ শিশু-কিশোর মাহফিল হয়না। তবে মারকায থেকে কেউ আসলে তৎক্ষণাৎ দ্বীনী মাহফিল হয়েছে বেশ কয়েকবার এবং সম্প্রতি উলামায়ে কেরামদের উদ্দেশ্যে দুই দিনব্যাপী একটি তাদরীব হয়েছে।
৭.' ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?
৩০০/-টাকা করে দীর্ঘ সময় ধার্য করা ছিল। সম্প্রতি বাড়িয়ে ৫০০/- টাকা করে ধার্য করা হয়েছে, তবে অধিকাংশ ছাত্র এখনো ৩০০/- টাকা করেই অংশগ্রহণ করেন।
মাসে গড়ে ২০/২৫ জন প্রদেয় আদায় করেন।