১৯ বকশীবাজার, মেডিকেল মোড় (হেলিকন টাওয়ার সংলগ্ন ৩য় তলা), চকবাজার ঢাকা-১২১১
প্রত্যেক শিক্ষকের নাম, নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন?
বকশীবাজার শাখায় বর্তমানে দুইজন শিক্ষক রয়েছেন
১. মাওলানা সাইফুল ইসলাম
নিয়োগকাল: শাখার প্রতিষ্ঠাকাল (০৮/১১/২০২৩ঈ.) থেকে পূর্ণ সময় খেদমতে নিয়োজিত। (সাবেক শিক্ষক: তালীমুদ্দীন একাডেমি কুমিল্লা। সময়কাল: ৩০/০৬/২০১৮ঈ. থেকে ০৭/১১/২০২৩ঈ. পর্যন্ত)
২. মাওলানা মাহবুবুর রহমান
নিয়োগকাল: ১০/০৪/২০২৫ঈ. থেকে পূর্ণ সময় খেদমতে নিয়োজিত
মহিলা শাখা আছে কি না? থাকলে মহিলা শাখায় কয়টি শিফট হয় এবং শিক্ষিকা ও ছাত্রী সংখ্যা কত? : নেই।
উপশাখা আছে কি না? থাকলে কয়টি? : নেই
বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?
তালীমুদ্দীন একাডেমি কুমিল্লা থেকে প্রকাশিত কায়দা দোয়া ও অন্যান্য বইসমূহ
মাহারিম, ফাযায়েল, আদাব ও আখলাক বিষয়ে দৈনিক দারসগুলো রিয়াযুস সালেহীন, মাআরেফুল হাদীস ইত্যাদি সামনে রেখে হয়ে থাকে।
আকিদার দারস/আলোচনা আল-বায়ান ও আল-আকীদাতুল ইসলামিয়া এর অবলম্বনে হয়ে থাকে।
বইপাঠ কর্মসূচি হিসেবে নির্বাচিত বই প্রদান করা হয়।
নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না? থাকলে কী কী?
অল্প কাজ চলমান আছে
১. "তালীমুদ্দীন: প্রথম পাঠ"
২. দৈনন্দিন জীবনের ইসলামী আদব
৩. ইসলামের সামাজিক শিষ্টাচার
৪. হজ্ব ও ওমরা সংক্ষিপ্ত বিবরণ
১. বর্তমানে শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)
ভর্তি হয়েছে ২৬২ জন
ছোট ১০ জন
বড় ২৫২ জন
এরমধ্যে ৩০+ শিক্ষার্থী চতুর্থ বর্ষ শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন।
অনিমিত ছাত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। পড়ালেখার চাপ পরীক্ষা টিউশন চাকরির পড়া ইত্যাদি হালত অনেকেই সামনে পেশ করেন।
২. দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?
চারটি শিফট।
৩. কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)
ছোট ৩ জন
যার চা পরীক্ষ
বড় ২১ জন
৪. শিক্ষার্থীদের উপস্থিতির হার।
আনুমানিক উপস্থিতি ৫০ থেকে ৭০ জন (কমবেশিও হয়)
৫. পরীক্ষার ইন্তেজাম আছে কি না? থাকলে বছরে কয়টি পরীক্ষা হয়? কী পদ্ধতিতে হয়? তার সংক্ষিপ্ত বিবরণ।
ক্লাস টেস্ট এর আয়োজন থাকে। শীট বা বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনার উপর এই পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে। আগামীতে বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে ইনশাআল্লাহ।
৬. দ্বীনি মাহফিল/ অভিভাবক সম্মেলন/ শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ।
না। তবে অনেক শিক্ষার্থীর দ্বীনি মাহফিলের প্রতি আগ্রহ রয়েছে। এবং একাডেমির প্রচারের জন্য এটিকে বড় মাধ্যম হিসেবে মনে করেন।
৭. ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?
ভর্তি ফি: ৫২০
মাসিক প্রদেয়: ৫০০
উপস্থিতির ৭৫/৮০% আনুমানিক