দাসেরগাঁও, (নূরবাগ) বন্দর, নারায়ণগঞ্জ,
প্রত্যেক শিক্ষকের নাম, নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন?
১) মাওলানা ওয়াহিদুল ইসলাম, নিয়োগের তারিখ: মার্চ ২০২৩ঈ. । রমযান ১৪৪৪হি. পূর্ণ সময় দেন
২) মাওলানা আব্দুল্লাহ , নিয়োগের তারিখ: মার্চ ২০২৫ঈ. । রমযান ১৪৪৬হি. পূর্ণ সময় দেন
মহিলা শাখা আছে কি না? থাকলে মহিলা শাখায় কয়টি শিফট হয় এবং শিক্ষিকা ও ছাত্রী সংখ্যা কত?
:মহিলা শাখা আছে
বর্তমানে এটি দুটি শিফটে চলমান:
বিকাল শিফট: ৩:০০ - ৪:৩০
সন্ধ্যা শিফট: ৬:০০ - ৭:৩০
শিক্ষিকা: ৩ জন
ছাত্রী সংখ্যা: ৭৫ জন
উপশাখা আছে কি না? থাকলে কয়টি? শিক্ষক ও ছাত্র সংখ্যা কত? কয়টি শিফট হয়?
: উপশাখা নেই
বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?
তালীমুদ্দীন একাডেমি কুমিল্লার বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়
নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না? থাকলে কী কী?
: নেই
বর্তমানে শিক্ষার্থী সংখ্যা (ছোট, বড় আলাদা আলাদা)
ছোট শিক্ষার্থী ১৫ জন
বড় শিক্ষার্থী ৬২ জন
দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?
চারটি শিফট:
সকাল শিফট: ফজরের পর
দুপুর শিফট: ৩:১৫ - ৪:১৫
সন্ধ্যা শিফট: মাগরীবের পর
রাত শিফট: ইশার পর
কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা (ছোট, বড় আলাদা আলাদা)
ছোট ১ জন
বড় ২ জন
শিক্ষার্থীদের উপস্থিতির হার
৩৫%
পরীক্ষার ইন্তেজাম আছে কি না? থাকলে বছরে কয়টি পরীক্ষা হয়? কী পদ্ধতিতে হয়? তার সংক্ষিপ্ত বিবরণ
বছরে দুটি পরীক্ষার ইন্তেজাম আছে। কায়দা, তাজভীদ, দুআ, সূরা, বিভিন্ন শিট ও নির্বাচিত আলোচনা থেকে মৌখিক পরীক্ষা হয়।
দ্বীনি মাহফিল / অভিভাবক সম্মেলন / শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ
প্রতি ঈসায়ী মাসের প্রথম শনিবার মাসিক দ্বীনী মাহফিল অনুষ্ঠিত হয়। তালীমুদ্দীন একাডেমি ও জামিয়াতুন নূর মাদরাসার উস্তাযগন এর কার্যক্রম পরিচালনা করেন। সময়: আসর-ইশা
তিলাওয়াত, হামদ ও নাত
বাদ আসর তালীম
বাদ মাগরীব স্বাগত বক্তব্য
মূল আলোচনা
মাসআলা মুযাকারা ও জিজ্ঞাসার জবাব
সূরা মাশক, দুআ, আপ্যায়ন
উপস্থিতি: ৬০-৭০ জন
ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?
মহিলা শাখায় ভর্তি ফি ১০০এবং মাসিক প্রদেয় ৩০০ধার্য আছে। আদায়ের হার ৯০%।তালীমুদ্দীন একাডেমি বন্দর: ওয়েবসাইট: জামিয়াতুন নূর আলইসলামিয়া নারায়ণগঞ্জ