তালীমুদ্দীন একাডেমির ভর্তিতথ্য
তালীমুদ্দীন একাডেমি এমন একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বয়স, পেশা ও শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সকল মুসলমান নর-নারী প্রয়োজনীয় ও ফরয পরিমাণ দ্বীনী ইলম অর্জনের সুযোগ পেয়ে থাকেন। যারা নিয়মিত মাদরাসায় অধ্যয়ন করার সুযোগ পান না, তাদের জন্য সময়োপযোগী ও বাস্তবসম্মত ব্যবস্থায় এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
তালীমুদ্দীন একাডেমিতে ভর্তির জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারিত নয়। নিম্নবর্ণিত যে কেউ এখানে ভর্তি হতে পারবেন—
তালীমুদ্দীন একাডেমি এমন একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বয়স, পেশা ও শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে সকল মুসলমান নর-নারী প্রয়োজনীয় ও ফরয পরিমাণ দ্বীনী ইলম অর্জনের সুযোগ পেয়ে থাকেন। যারা নিয়মিত মাদরাসায় অধ্যয়ন করার সুযোগ পান না, তাদের জন্য সময়োপযোগী ও বাস্তবসম্মত ব্যবস্থায় এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
- সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা
- সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী
- ব্যবসায়ী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষ
- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
- স্কুলগামী শিশু-কিশোর
- অবসরপ্রাপ্ত ও বয়স্ক মুরব্বিগণ
মোটকথা, যাঁদের নিয়মিত দ্বীনী মাদরাসায় পড়াশোনার সময় ও সুযোগ নেই—এই প্রতিষ্ঠান তাঁদের জন্য।
শিফট ও ক্লাস সময়সূচি
শিক্ষার্থীদের সুবিধা ও সময়ের কথা বিবেচনা করে তালীমুদ্দীন একাডেমিতে সাধারণত ৬০ থেকে ৯০ মিনিটের ক্লাস পরিচালিত হয়। দিনের বিভিন্ন সময়ে একাধিক শিফটে পাঠদান করা হয়।
- ফজর নামাযের পর (প্রায় দেড় ঘণ্টা)
- আসর নামাযের আগে (প্রায় দেড় ঘণ্টা)
- মাগরিব নামাযের পর থেকে ইশা নামায পর্যন্ত
- ইশা নামাযের পর (প্রায় দেড় ঘণ্টা)
শিক্ষার্থী তাঁর সুবিধামতো যেকোনো একটি শিফট বেছে নিতে পারেন।
পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও পৃথক ব্যবস্থা রয়েছে। নারীরা পূর্ণ পর্দা ও নিরাপদ পরিবেশে কুরআন মাজীদ ও জরুরি দ্বীনী ইলম অর্জনের সুযোগ পান। এ ক্ষেত্রে বিজ্ঞ ও অভিজ্ঞ আলেমাগণ পাঠদান করে থাকেন।
ভর্তির নিয়মাবলী
- একাডেমির দফতর থেকে নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ করতে হবে
- প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরম জমা দিতে হবে
- যেকোনো কর্মদিবসে ভর্তি হওয়া যায়
- সপ্তাহে ছয় দিন নির্ধারিত শিফটে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে
বিশেষ কোনো পরীক্ষা বা জটিল শর্ত ছাড়াই শিক্ষার্থী ভর্তি হতে পারেন।
ভর্তি কার্যক্রম কখন চালু থাকে
তালীমুদ্দীন একাডেমিতে বছরের যেকোনো কর্মদিবসে ভর্তি হওয়া যায়। নির্দিষ্ট কোনো ভর্তি মৌসুমের জন্য অপেক্ষা করতে হয় না।
সমাপ্তি ও দোয়া
আমরা বিশ্বাস করি, দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। তালীমুদ্দীন একাডেমি সেই প্রয়োজন পূরণের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহীহ-শুদ্ধভাবে দ্বীন বুঝে সে অনুযায়ী জীবন পরিচালনার তাওফীক দান করুন। আমীন।