৮৬/১/এ আল হেরা টাওয়ার, কুড়াতলি বাজার, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, ঢাকা-১২২৯
পূর্ণ ঠিকানা : বর্তমান ও স্থায়ী ঠিকানাঃ ৮৬/১/এ আল হেরা টাওয়ার, কুড়াতলি বাজার, কুড়িল বিশ্বরোড, খিলক্ষেত, ঢাকা-১২২৯
প্রত্যেক শিক্ষকের নাম, নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন?
১. মাওলানা তামীম। নিয়োগের তারিখঃ ২৩/০১/২০২৪ ঈ। খন্ডকালীন সব শিফতেই সময় দেয়া হয়।
২. মাওলানা জিন্নুরাঈন , নিয়োগের তারিখঃ ০১/০৯/২০২৫ ঈ। খন্ডকালীন, এক শিফটে দিয়ে থাকেন।
মহিলা শাখা আছে কি না? থাকলে মহিলা শাখায় কয়টি শিফট হয় এবং শিক্ষিকা ও ছাত্রী সংখ্যা কত? : পরিকল্পনাধিন রয়েছে।
উপশাখা আছে কি না? থাকলে কয়টি? শিক্ষক ও ছাত্র সংখ্যা কত? কয়টি শিফট হয়? : নেই।
বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?
কুমিল্লা তালীমুদ্দীন থেকে প্রস্তুতকৃত কায়দা, তাজবীদ দোয়া, প্রশ্নোত্তরে ঈমান আক্বীদা প্রশ্নোত্তরে মাসায়েল (বড় ও ছোট) ফুরুউল ঈমাণ। ঈমাণ সবার আগে। তালীমুদ্দীন দ্বীনঃ দ্বীন শিক্ষা। ইসলাম কি ও কেনো? ইসলামী জীবনবিধান। ইসলামী তাহযীব। ইসলামের সামাজিক আদব।
যেসব কিতাব তালীম হয়ঃ রিয়াযুস সালেহীন। ফাজায়েলে আমল। তাফসীরে তাওযীহুল কুরআন থেকে কুরআনের হক ও আদব সমূহ।
নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না? থাকলে কী কী? : নেই।
বর্তমানে শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা।
ছোটঃ ৫ জন নিয়মিত। বড়ঃ ১০
দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?
৩ টি শিফটে হয়। বাদ ফজর। বাদ মাগরিব। বাদ এশা।
কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)
২ জন ছোট। ১ জন আম্মাপারা ছোট।
শিক্ষার্থীদের উপস্থিতির হার।
কোন সরকারি ছুটি না থাকলে ৮/১০ জন।
পরীক্ষার ইন্তেজাম আছে কি না? থাকলে বছরে কয়টি পরীক্ষা হয়? কী পদ্ধতিতে হয়? তার সংক্ষিপ্ত বিবরণ।
২৪ সালে ছিলো না। ২৫ সালে সিদ্ধান্ত হয় যে বছরে দুটো পরীক্ষা নেয়া হবে সেই অনুযায়ী জুলাইয়ের ২৯,৩০,৩১ তারিখ পরিক্ষা নেয়া হয়েছে। আরেকটি বছরের শেষে নেয়া হবে ইনশা আল্লাহ। বিষয় ভিত্তিক পরীক্ষা হয়ে থাকে। তাজবীদ, প্রশ্নোত্তরে ঈমান আকীদা, প্রশ্নোত্তরে মাসায়েল লিখিত নেয়া হয়। সূরা, দোয়া এগুলো মৌখিক হয়। মার্ক নির্ধারন থাকে ৫০ প্রতি বিষয়ে।
দ্বীনি মাহফিল/অভিভাবক সম্মেলন/ শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ।
এই পর্যন্ত দুবার দ্বীনি মাহফিল হয়েছে।
ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?
জ্বি আছে। ভর্তিঃ ১০০০ এবং মাসিক প্রদেয়ঃ ৫০০। ১/২ জন ছাড়া সবার টাই আদায় হয়ে যায়।