তালীমুদ্দীন একাডেমি নরসিংদী

দুঃখিত

01313714272

তালীমুদ্দীন একাডেমি নরসিংদী গিলাবের, শিবপুর, নরসিংদী।

favicon icon

বিস্তারিত তথ্য

স্থাপন বা উদ্বোধনের তারিখ। ১৪ই শাবান ১৪৪৩ হিজরী মোতাবেক ১৮ মার্চ ২০২২ ঈ. রোজ শুক্রবার।

 

যিম্মাদারের নাম :

  1. মাওলানা হাবীবুর রহমান,
  2. নায়েবে যিম্মাদার: মাওলানা লূত আহমাদ, 

প্রত্যেক শিক্ষকের নাম,  নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন?

আমাদের তালীমুদ্দীন একাডেমি নরসিংদীর সূচনালগ্ন থেকেই শিক্ষক দুই জন। এবং দুজনই পূর্ণ সময়

  1. মাওলানা আনিসুর রহমান, 
  2. লুত আহমাদ

প্রতিষ্ঠানের ইমেইেল : নেই।

 

মহিলা শাখা আছে কি না? থাকলে মহিলা শাখায় কয়টি শিফট হয় এবং শিক্ষিকা ও ছাত্রী সংখ্যা কত?

আমাদের তালীমুদ্দীন একাডেমির অধীনে কোন মহিলা শাখা নেই।

উপশাখা আছে কি না? থাকলে কয়টি? শিক্ষক ও ছাত্র সংখ্যা কত? কয়টি শিফট হয়?

আমাদের তালীমুদ্দীন একাডেমির অধীনে কোন উপশাখা নেই।

বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?

: পাঠদানের ক্ষেত্রে তালীমুদ্দীন একাডেমি কুমিল্লা থেকে প্রকাশিত ও অনুমোদিত কিতাবগুলো থেকে সহযোগিতা নেয়া হয়।

কায়দা (ছোট ও বড়দের)

তাজবীদ (ছোট ও বড়দের)

নির্বাচিত দুআ ও যিকির

মাসায়েলের শীট (ছোট ও বড়দের)

নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না? থাকলে কী কী?

আমাদের কোন ক্লাসশীট তৈরী করা হয়নি।

অন্যান্য:  

১. বর্তমানে শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)

বর্তমানে ছোট শিক্ষার্থী সংখ্যা ৩৭ জন।

বর্তমানে বড় শিক্ষার্থী সংখ্যা দায়েমী ১৩ জন। আরো কয়েকজন মাঝে মধ্যে উপস্থিত থাকেন।

২. দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?

দৈনিক তিনটি শিফটে ক্লাস হয়ে থাকে। গ্রাম হওয়ায় এশার পরবর্তী শিফটে কেউ আসেন না।

৩. কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)

কুরআন মাজীদ পড়ছে এমন ছোট শিক্ষার্থী ৯ জন।

কুরআন মাজীদ পড়ছে এমন বড় শিক্ষার্থী ৬ জন।

৪. শিক্ষার্থীদের উপস্থিতির হার।

ছোট বড় মিলিয়ে দৈনিক উপস্থিত থাকেন প্রায় ৫০ জন।

৫. পরীক্ষার ইন্তেজাম আছে কি না? থাকলে বছরে কয়টি পরীক্ষা হয়? কী পদ্ধতিতে হয়? তার সংক্ষিপ্ত বিবরণ।

বড় শিক্ষার্থীদের থেকে আগ্রহ না পাওয়ায় তাদের পরীক্ষা নেয়া হয়নি। আর ছোটদের একবার পরীক্ষা নেয়া হয়েছিল। তিন বিষয়ে সবগুলো মৌখিকভাবে নেয়া হয়েছে।

কায়দা/আমপাড়া/কুরআন শরীফ

তাজবীদ

দুআ ও যিকির

৬. দ্বীনি মাহফিল/অভিভাবক সম্মেলন/ শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ।

হযরত মুদীর সাহেব হুযুর হাফিযাহুল্লাহর অনুমতি সাপেক্ষে শুধু দ্বীনি মাহফিল করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে মাসিক বা ঐমাসিক কোন তারতীব নেই।

৭. ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?

ভর্তি ফি ৫০০, মাসিক প্রদেয় ৩০০। তবে বিশেষ হালাতের কারণে আদায় একেবারেই হয় না।