তালীমুদ্দীন একাডেমি মধুপুর।

দুঃখিত

01765100217

হাজী কাশেম আলী কমপ্লেক্স, হাটখোলা নতুন বাজার, (ময়মনসিংহ রোড) মধুপুর, টাঙ্গাইল।

favicon icon

বিস্তারিত তথ্য

উদ্বোধনের তারিখ:- ১০শে জুন ২০২২ ইং।

অফিসিয়াল ফোন নাম্বার :- নেই। 

প্রত্যেক শিক্ষকের নাম,  নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন:-

১। নাম:- মাওলানা তোফাজ্জল হোসাইন। 

নিয়োগের তারিখ:- অক্টোবর ২০২০ ইং (পূর্বে তালীমুদ্দীন একাডেমি পল্লবীতে কর্মরত ছিলেন, পরবর্তীতে মধুপুর শাখায় পরিবর্তীত হন। যিম্মাদারীর সময়:- পূর্ণ সময়।

প্রতিষ্ঠানের ইমেইেল। (যদি থাকে):- নেই।

মহিলা শাখা আছে কি না? থাকলে মহিলা শাখায় কয়টি শিফট হয় এবং শিক্ষিকা ও ছাত্রী সংখ্যা কত?

: মহিলা শাখা নেই।

কোন উপশাখা আছে কি না? থাকলে কয়টি? শিক্ষক ও ছাত্র সংখ্যা কত? কয়টি শিফট হয়?

 : কোন উপশাখা নেই।

বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?

তালিমুদ্দীন একাডেমি পল্লবী কায়দা, সহজ-সরল তাজবীদ, দোয়া ও জিকির, ঈমান সবার আগে, রিয়াজুস সালেহীন, তাফসীরে তাওযীহুল কুরআন, ইসলামকে জানতে হলে, নির্বাচিত হাদীস শরীফ, ইসলাম ও আমাদের জীবন। ইত্যাদি।

নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না? থাকলে কী কী?

 : নেই।

 

অন্যান্য:-

১. বর্তমানে শিক্ষার্থী সংখ্যা (ছোট, বড় আলাদা আলাদা)

বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ভর্তি হিসাবে ছাত্রের সংখ্যা ৯৬ জন। বর্তমান ছাত্র সংখ্যা ৪৫ জন থেকে ৫০ জন।এখানে প্রায় সকল ছাত্রই ১৫ বছরের উপরে। ছোট ছাত্রের সংখ্যা নেই বললেই চলে, প্রতিষ্ঠানের শুরুর দিকে কয়েকজন ছিল। এখন তা শূন্যের কোঠায়।

২. দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?

দৈনিক মোট ৪টি শিফটে ক্লাস হয়ে থাকে।

৩. কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা (ছোটো, বড় আলাদা আলাদা)

মোট ২০ জন।

৪. শিক্ষার্থীদের উপস্থিতির হার।

শিক্ষার্থীদের উপস্থিতির হার:- গড়ে ১৮ জন।

৫. পরীক্ষার ইন্তেজাম আছে কি না? থাকলে বছরে কয়টি পরীক্ষা হয়? কী পদ্ধতিতে হয়? তার সংক্ষিপ্ত বিবরণ। 

পরীক্ষার ইন্তেজাম নেই।

৬. দ্বীনী মাহফিল/ অভিভাবক সম্মেলন/ শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার ও বিবরণ।

দ্বীনি মাহফিল তার সংক্ষিপ্ত বিবরণ। দীনি মাহফিল সাধারনত দুই তিন মাস পর পর হয়ে থাকে। এই মাহফিলে সকল শিফটের শিক্ষার্থী এবং তাদের সম্পর্কিত অনেকেই উপস্থিত হন।উক্ত মাহফিলে আলোচনা করে থাকেন তালিমুদ্দীন একাডেমি মধুপুরের পরিচালক: মাওলানা রাইয়ান সাহেব এবং স্থানীয় ওলামায়ে কেরাম। পুরুষদের আয়োজন এর পাশাপাশি পৃথক সময়ে মাস্তুরাতের আয়োজন করা হয়।

৭. ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?

ভর্তি ফি: ৫০০ (ফরম সহ)

মাসিক প্রদেয় ধার্য: ৫০০ টাকা।

শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার:- ৭-১০ হাজার টাকা।