তালীমুদ্দীন একাডেমি, লালমনিরহাট

01771309158

নর্থ বেঙ্গল মোড়, যুগীটারী, সদর, লালমনিরহাট

favicon icon

বিস্তারিত তথ্য

উদ্বোধনের তারিখ: জুলাই ২০১৮ মোতাবেক শাওয়াল ১৪৩৯ হিজরী

 

প্রত্যেক শিক্ষকের নাম, নিয়োগের তারিখ (মাস ও সন), পূর্ণ সময় দেন নাকি খন্ডকালীন?

১-মাওলানা সাইফুল ইসলাম। (পূর্ণ সময়), নিয়োগ মে ২০২২ মোতাবেক শাওয়াল ১৪৪৩ হিজরী।

২-মাওলানা লাবীব ইউসূফ। (খন্ডকালীন), নিয়োগ এপ্রিল ২০২৩ মোতাবেক মোতাবেক শাওয়াল ১৪৪৪ হিজরী।

৩-মাওলানা আকরামুজ্জামান। (খন্ডকালীন), নিয়োগ এপ্রিল ২০২৪ মোতাবেক শাওয়াল ১৪৪৫ হিজরী। 

৪-হাফেজ মুসায়্যিব ইবনে সাইদ। (খন্ডকালীন), নিয়োগ মে ২০২২ মোতাবেক শাওয়াল ১৪৪৩ হিজরী।

 

মহিলা শাখা আছে কি না? থাকলে মহিলা শাখায় কয়টি শিফট হয় এবং শিক্ষিকা ও ছাত্রী সংখ্যা কত?

আছে। শুধু একটি শিফট হয় (বাদ আছর থেকে মাগরিব)।

শিক্ষিকা: ১ জন।

ছাত্রী সংখ্যা: ১০ জন।

উপশাখা আছে কি না? থাকলে কয়টি? শিক্ষক ও ছাত্র সংখ্যা কত? কয়টি শিফট হয়?  আছে, দুইটি। 

উপশাখা-১: পৌর শপিং কমপ্লেক্স, গোশালা রোড, সদর, লালমনিরহাট।

* শিফট: ২টি। (বাদ ফজর ও বাদ এশা)

* শিক্ষক: ১ জন।

* ছাত্র সংখ্যা: গড়ে ১৫ জন।

উপশাখা-২: হাজীগঞ্জ বাজার, আদিতমারী, লালমনিরহাট।

* শিফট: ২টি। (বাদ মাগরিব ও বাদ এশা)

* শিক্ষক: ১ জন।

* ছাত্র সংখ্যা: গড়ে ২০ জন।

 

বর্তমানে পাঠদানের জন্য কোন কোন বই, কায়দা ও পুস্তিকার সহযোগিতা নেয়া হয়?

= তালীমুদ্দীন কুমিল্লা থেকে ছেপে আসা বইসমূহ। এছাড়াও, মাসিক আলকাউসার সহ, উদ্ভাযদের পরামর্শে বিভিন্ন বই মুতালা'য়া করে ছাত্রদের তা'লীম করানো হয়।

নিজেদের প্রস্তুতকৃত কোনো পুস্তিকা বা ক্লাসশীট আছে কি না? থাকলে কী কী?

= আছে, তবে তা শুধু কোন কোর্স ইত্যাদিতে পাঠদান করা হয়।

 

অন্যান্য

বর্তমানে শিক্ষার্থী সংখ্যা 

* মোট শিক্ষার্থী: ৬০ জন।

* ছোট: ২০ জন।

* বড়: ৪০ জন।

* (এছাড়াও বিভিন্ন সময় কোর্সের আয়োজন করা হলে ছাত্রের সংখ্যা অনেক বেড়ে যায়)।

দৈনিক কয়টি শিফটে ক্লাস হয়?

* ৪টি শিফট।

কুরআন মাজীদ পড়ছে এমন শিক্ষার্থী সংখ্যা :

* বর্তমানে মোট ২০ জন।

* বড়: ১৫ জন।

* ছোট: ৫ জন।

* (শুরু থেকে অনেকেই কুরআন শিখেছেন)।

 শিক্ষার্থীদের উপস্থিতির হার। * গড়ে ৫০ জন।

পরীক্ষার ইন্তেজাম আছে কি না?  থাকলে বছরে কয়টি পরীক্ষা হয়? কী পদ্ধতিতে হয়? তার সংক্ষিপ্ত বিবরণ।

*  এখনো নিয়মতান্ত্রিক পরীক্ষা নেওয়া হয়নি।

* তবে বিভিন্ন কোর্স শেষে মৌখিক পরীক্ষা হয়েছে।

দ্বীনি মাহফিল/ অভিভাবক সম্মেলন/ শিশু-কিশোর মাহফিল ইত্যাদি আছে কি না? থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ।

* প্রতি সপ্তাহের শুক্রবারে পুরুষদের জন্য বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত দ্বীনী মাহফিল।

* প্রতি বুধবারে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত মহিলাদের জন্য দ্বীনি মাহফিল।

* এছাড়াও গড়ে প্রতি দুই মাস অন্তর উপশাখাগুলোতে দ্বীনী মাহফিল।

ভর্তি ফি, মাসিক প্রদেয় ধার্য আছে কি না? থাকলে পরিমাণ কত? শিক্ষার্থীদের প্রদেয় আদায়ের হার কেমন?

* ধার্যকৃত পরিমাণ: পুরুষ শাখায়: ভর্তি ৫০০ টাকা, মাসিক প্রদেয় ৫০০ টাকা।

* মহিলা শাখায়: ভর্তি ৩০০ টাকা, মাসিক প্রদেয় ৩০০ টাকা।

* আদায়ের হার: নির্ধারিত পরিমাণ আদায়ের হার খুবই কম।