মোহিনী ২, লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট।
শিক্ষকদের নাম ও বিবরণ:
১. মাওলানা হিববান খলীল, নিয়োগ: মে ২০২১ (রমযান ১৪৪২হি.)
প্রথম বছর পূর্ণকালীন। বর্তমানে খন্ডকালীন: ২ শিফট, যুহর ও মাগরিব।
২. মাওলানা উজাইর আহমদ,
নিয়োগ: প্রতিষ্ঠানের শুরু থেকে (এপ্রিল ২০১৯) বর্তমান পর্যন্ত।
মধ্যখানে ২ বছর ছিলেন না; এপ্রিল ২০২২ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত।
প্রথম চার বছর পূর্ণকালীন। বর্তমানে খন্ডকালীন: ২ শিফট, ফজর ও যুহর।
৩. মাওলানা মারুফ আহমদ,
নিয়োগ: ডিসেম্বর ২০২২। খন্ডকালীন: ২ শিফট, মাগরিব ও এশা।
মহিলা শাখা নেই।
উপশাখা: ২টি। বালুচর শাখা ও ভার্থখলা শাখা। উপশাখার বিবরণ সংযুক্ত আছে।
বর্তমানে পাঠদানের জন্য: 'তালীমুদ্দীন একাডেমি কুমিল্লা' কর্তৃক প্রকাশিত কায়দা, তাজবীদ ও ক্লাসশীটগুলির সহযোগিতা নেওয়া হয়।
এছাড়া তালীমের সময় বিভিন্ন কিতাব থেকে পড়া হয়। বিশেষ করে রিয়াদুস সালিহীন ও মারকাযুদ্দাওয়াহ থেকে প্রকাশিত কিতাবাদি।
শিফটের বিবরণ: (শিবগঞ্জ শাখা) ৪টি শিফট।
শিক্ষার্থী সংখ্যা: ফজর: ২১ জন বড় শিক্ষার্থী। কুরআন শরীফে: ৬ জন। নিয়মিত: ৯ থেকে ১১জন।
যুহর: ৩৫ জন শিশু। কুরআন মাজীদে: ৪ জন। নিয়মিত: ১৮ থেকে ২২ জন।
মাগরিব: ২৫ জন (বড়: ৮জন, কিশোর: ১৭ জন),
কুরআন মাজীদে: ৮ জন।
নিয়মিত: ১২ থেকে ১৬ জন।
এশা: ১০ জন বড় সাথী। কুরআন শরীফে: ৫ জন। নিয়মিত: ৪ থেকে ৬ জন।
বি. দ্র.: নিয়মিত বলতে বুঝানো হয়েছে, সাধারণ অবস্থা যেমন, ঝড়-বৃষ্টি, পরীক্ষা ইত্যাদি না থাকলে।
সর্বমোট শিক্ষার্থী: ৯০ জনের অধিক। বড়: ৫৫ জন। ছোট: ৩৫ জন।
(কখনও বৃদ্ধি পেয়ে ১০০ এর উপরে হয়, কখনও কমে।
বর্তমানে সর্বমোট নিয়মিত উপস্থিতি: ৫০ থেকে ৫৫ জন।
কুরআন মাজীদে সবক নিয়েছেন (বর্তমান শিক্ষার্থীদের মধ্যে):
বড়: ১১ জন, কিশোর: ৮ জন। শিশু: ৫ জন।
২টি পরীক্ষা নেওয়া হয়। সাধারণত রমযানে ও ঈসায়ী বছর শেষে।
পরীক্ষার বিবরণ:
কুরআন মাজীদ, কায়দা, তাজবীদ, আদইয়ায়ে সালাত, আদইয়ায়ে মাসনুনাহ, মুখস্থ ১০/২০ সূরা মৌখিক নেওয়া হয়। সীরাত, আকীদা, মাসআলা, সাধারণ জ্ঞান, ইত্যাদি লিখিতভাবে নেওয়া হয়। তবে কখনো কখনো সবগুলা মৌখিক নেওয়া হয়। বিষয়বস্তু বেশি হলে দুই দিনে পরীক্ষা নেওয়া হয়।
-দ্বীনি মাহফিল: মাসিক দ্বীনী মাহফিল হয়। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন হয়েছে ১ বার।
-বিশেষ দারস: বিশেষ বিশেষ মৌসুমে বিশেষ দারস আয়োজন করা হয়।
সাধারণত শিক্ষকগণ বিষয়ভিত্তিক আলোচনা করেন। মৌসুম ছাড়াও আমরা বিভিন্ন বিষয় নির্ধারণ করে এই আয়োজন করে থাকি।
-অভিভাবক সম্মেলন: ১ বার হয়েছে যথেষ্ট দাওয়াত দেওয়া সত্তে¡ও উপস্থিতি কম হওয়ার কারণে, পরামর্শসাপেক্ষে আমরা জমায়েত না করে ব্যক্তিগতভাবে যোগাযোগ ও সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছি।।
-শিশু-কিশোর মাহফিল: বিগত শাওয়াল ১৪৪৬ এ আয়োজন করা হয়েছিল।
যথেষ্ট সাড়া পাওয়া গেছে। বার্ষিক পরীক্ষার পর আমরা আবার আয়োজন করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ছোট খাটো মেধা বিকাশের খেলার আয়োজনের পাশাপাশি, কেরাত-গজল প্রতিযোগিতা, ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি ছিল আসাধন উপস্থিত
-ভর্তি ফি: ১০০০ টাকা। মাসিক প্রদেয়: ৫০০ টাকা। শিক্ষার্থীদের প্রদেয়
আদায়ের হার ৪০% প্রায়।
উপশাখার তথ্য:
ভার্থখলা শাখা:
নাম: তালীমুদ্দীন একাডেমি সিলেট, ভার্থখলা শাখা।
ঠিকানা: রহমান টাওয়ার (৩য় তলা), রেলগেইট সংলগ্ন, ভার্থখলা, সিলেট।
উদ্বোধন: ৫ ডিসেম্বর ২০২১
অফিসিয়াল জাওয়াল: ০১৬০১ ৯০৫ ৯৫৮
বর্তমান জিম্মাদার: মাওলানা সাফওয়ান আহমদ
নিয়োগ: এপ্রিল ২০২২
বর্তমানে চালু শিফট: ৪ টি
১. বাদ ফজর ২. বাদ জোহর৩. বাদ মাগরিব ৪. বাদ এশা
শিক্ষার্থী সংখ্যা: মোট ৪০ জন। বড় ২৫ জন, ছোট ১৫ জন।
নিয়মিত উপস্থিতি: প্রায় ২৫ জন। মানা আমদ
কুরআন মাজীদে পড়ছেন: বড় ৫ জন, ছোট ৩ জন
পরীক্ষা: বাৎসরিক ১ টি।
ভর্তি ফি: ১০০০ টাকা, মাসিক প্রদেয়: ৫০০ টাকা। প্রদেয় আদায়ের হার ২৫%।
বালুচর উপশাখা:
বর্তমান ঠিকানা:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর শাহপরান হল (নামায কক্ষ), বালুচর, সিলেট।
উদ্বোধনের তারিখ: ৪ ফেব্রæয়ারি ২০২৩
শিক্ষক: মাওলানা দিলওয়ার হুসাইন।
জাওয়াল: ০১৭১৭ ৩১৯ ৭৪১
নিয়োগ: মে ২০২৪।
শিফট: বর্তমানে শুধু বাদ আছর।
শিক্ষার্থী সংখ্যা: মোট প্রায় ৪০ জন। সবাই বড়
কুরআন মাজীদে ১০ জন। কায়দায় ৩০ জন।
নিয়মিত উপস্থিতি: ১২ থেকে ১৫ জন।
বি. দ্র.: নিয়মিত উপস্থিতির ব্যাপারে এখানে লক্ষ্যণীয় হলো, এখানের
শিক্ষার্থীরা সবাই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সারা বছর বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা চলতে থাকে। ক্লাস চলতে থাকে। তাই অনেকে ইচ্ছা সত্তে¡ও প্রতিদিন উপস্থিত হতে পারেন না। এক্ষেত্রে তাদের প্রতি আমাদের নির্দেশনা হল, সপ্তাহে যার পক্ষে যতদিন সম্ভব যাতে উপস্থিত হন, তাই সপ্তাহে কেউ ৩ দিন কেউ ৪ দিন কেউ ২ দিন উপস্থিত হন। এই হিসাবে সামগ্রিক উপস্থিতি আরও বেশি।
প্রদেয়: ঐচ্ছিক। ২/১ জন দেন।